ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

ঘূর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ ভেরিবাঁধ ও রাস্তা দ্রুত সংস্কার করা হবে -সচিব রওনক মাহমুদ

পটুয়াখালী জেলায় করোনা পরিস্থিতি ও করোনাকালিন আইন-শৃঙ্খলা সংক্রান্ত পর্যালোচনা সভা শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় জেলার দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সচিব রওনক মাহমুদ এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত ৩২৯ মহিলা আসনের সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, সিভিল সার্জন জাহাঙ্গীর আলম শিপন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ালীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শামছুর রহমান ইকবাল, সহ-সভাপতি এডভোকেট সোহরাব হোসেন । সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী গন, সকল উপজেলা নির্বাহী

কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। উক্ত সভায় ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় ভেরিবাধ ও রাস্তা দ্রæত সংস্কারের
বিষয়েও আলোচনা হয়। পরে বিকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন সচিবসহ নেতৃবৃন্দ।

ads

Our Facebook Page